ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় অভিযুক্ত আসমী হলেন যারা

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
সোমবার (১৩ জনু) দুপুর ১২টারদিকে উখিয়া থানা পুলিশ অভিযোগপত্রটি আদালতে দাখিল করেন।

উক্ত অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন,- উখিয়ার কুতুপালং (এফসিএন নং-১৩৬৪২৫) রেজি: ক্যাম্পের নুর বাশারের ছেলে মোহাম্মদ ছলিম (৩৩), রোহিঙ্গা ক্যাম্প-৩ মধুরছড়া (এফসিএন নং-১৮৮৫৬৮) ডিডি ব্লকের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩), ক্যাম্প-৮ ডাব্লিউ মেইন ব্লক, এফ সাব ব্লক-এইচ/৫৪ ক্যাম্পের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩৯), ক্যাম্পের-১ ইষ্ট, ব্লক- এ/১৫ এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্পের জকির আহম্মেদের ছেলে জিয়াউর রহমান (৩৫), এফসিএন- ১৩২৭৪৬, ব্লক-সি, হিল-১১ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের রজুক আলীর ছেলে মোঃ ইলিয়াস (৩৪) (হেডমাঝি), এফসিএন-১৬২৩৭০, ব্লক বি, ক্যাম্প-১/ডব্লিউ ক্যাম্পের দুদু মিয়ার ছেলে মোঃ আজিজুল হক (২২), ক্যাম্প ১/ইষ্ট, এফসিএন-১৬১৩৩১, ব্লক ডি/৮ এর আবদুল মাবুদের ছেলে মোরশেদ ওরফে মুর্শিদ (২৪), ক্যাম্প-১ ওয়েস্ট (১৬৪৯৭৩) ব্লক এ/৯ নূর মোহাম্মদের ছেলে নূর মোহাম্মদ (২০), ক্যাম্প ১/ওয়েস্টের একই ব্লক এ/৯ এর ফজল হকের ছেলে আনাছ (১৯),এফসিএন নং-১৫৮১৪৫, ব্লক-ডি/৪, ক্যাম্প-১/ওয়েষ্টের সৈয়দ আনোয়ারের ছেলে নজিম উদ্দিন (৩৫), এফসিএন নং-১৬২৯৯৭, ব্লক-ডি/৯, ক্যাম্প-১/ওয়েস্টের ছাব্বির আহমদের ছেলে আবুল কালাম @ আবু (৩৪), এফসিএন-১৫৩৫৩৭, ব্লক-জি/১২, ব্লকের শহর মূলুকের ছেলে হামিদ হোসেন (৩০), এফসিএন-১৫৪৪৬৩, ব্লক বি-১, সাবেক ডি/৪ এর গোরা মিয়ার ছেলে সিরাজুল মোস্তফা প্রকাশ সিরাজউল্লাহ প্রকাশ সিরাজ (৪৪), এফসিএন-১৪৭৯৬৭, ব্লক-ডি/৮, ক্যাম্প-১/ইস্টের মৃত আব্দুল করিমের ছেলে মৌলভী মোঃ জকোরিয়া (৫৩), কুতুপালং রেজিস্টার ক্যাম্প-০১, ব্লক-ডি,এর মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে খায়রুল আমিন (৩৮)। এরা প্রত্যেকেই কারাগারে রয়েছে।
অপরদিকে অন্যান্য অভিযুক্ত আসামী-উখিয়ার ব্লক বি ১২ এফসিএন-১৬০২৮৯, ক্যাম্প ১ ওয়েস্টের শরীফ হোসেনের ছেলে মাস্টার আব্দুর রহিম প্রকাশ রকিম (৩৫), ব্লক সি/১ ক্যাম্প-১ ওয়েস্টের আলী জোহারের ছেলে জাহিদ হোসেন প্রকাশ লালু (৩৫) ও তার আপন ভাই ফয়েজ উল্লাহ (২৮), ব্লক জি/৭.এফসিএন-১৩১৪৪১, ক্যাম্প-৭ এর সাবের আহমদের ছেলে ছমির উদ্দিন প্রকাশ ছমি উদ্দিন প্রকাশ নুর কামাল (৪০), ব্লক বি/৯, এফসিএন-২২১৬৮১, ক্যাম্প-১ ওয়েস্টের নুর মোহাম্মদের ছেলে সালেহ আহমদ (৩০), ব্লক ডি/৩, এফসিএন-১৫৫৬৭৭,ক্যাম্প ১ ইস্টের নুর আলমের ছেলে মোজাম্মেল প্রকাশ লাল বদিয়া (২৫), ব্লক এফ. এফসিএন-১৫১৭২৮, ক্যাম্প-১ ওয়েস্টের বদি আলমের ছেলে তোফাইল (২৮), ব্লক জি/৮, এফসিএন-১৫০৭৬৩, ক্যাম্প ১ ইস্টের সামসু আলমের ছেলে মাস্টার শফি আলম (৪০), ব্লক ডি/৮, এফসিএন-১৬৭৭৫৮, ক্যাম্প ১ ইস্টের মোজাহার মিয়ার ছেলে আব্দুস সালাম প্রকাশ জাকের মুরব্বি (৫৫), ব্লক এ ১০.এফসিএন-১৬২৪২২, ক্যাম্প-১ ওয়েস্টের জামাল হোসেনের ছেলে জকির (২৬), ব্লক ডি/৮ এফসিএন-১৪৯৪৩৭, ক্যাম্প-১ ইস্টের মৃত মোহাম্মদ হাসানের ছেলে হাফেজ আয়াস (২৮), ব্লক ডি/৪, এফসিএন-১৯৩৮৬৫.ক্যাম্প-১ ইস্টের রশিদ আহমদের ছেলে মাস্টার কাশিম (৩২), ব্লক সি/৪, এফসিএন-১৫০৮৮২, ক্যাম্প ১ ইস্টের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মাস্টার শুক্‌কুর আলম (৩৩), ব্লক জি/২, এফসিএন-১৫৯৫১৩, ক্যাম্প ১ ইস্টের বদি আলমের ছেলে মোস্তফা কামাল (৩০)। এরা প্রত্যেকেই পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

৩০ সেপ্টেম্বর মুহিববুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ভার পান উখিয়া থানার ওসি তদন্ত সালাহ উদ্দিন। তদন্ত শেষে সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

পাঠকের মতামত: