ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

রিয়াল-বার্সার জার্সি পরলেই ৮০ বেত্রাঘাত!

footballস্পোর্টস ডেস্ক :::::

ইরাকের ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকায় ইউরোপের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের জার্সি পরা নিষিদ্ধ করা হলো। ক্লাবগুলোর মধ্যে রয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি ও ইতালির এসি মিলানের মতো বেশ কয়েকটি উল্লেখযোগ্য ক্লাবের জার্সি পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংন্ত্রাসী সংগঠন আইএস। এই নিষেধাজ্ঞা অমান্য করায় ‘আল ফুরাত’ এলাকায় বেশ কয়েকজনকে ৮০ বেত্রাঘাত করা হয়েছে বলে খবর দিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম ‘মিরর’। তারা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে ভবিষ্যতে ৮০টি করে বেত্রাঘাত করা হবে। মূলত, বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘নাইকি’ ও ‘অ্যাডিডাস’-এর পৃষ্ঠপোষকতার সব জার্সি নিষিদ্ধ করেছে তারা। তাদের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি ফুটবলের দলের জার্সিও। আইএস-এর দাবি, ‘কুফুরির’র নিদর্শন সংবলিত যে কোনো ধরণের কাপড় পরা মুসলিমদের জন্য নিষিদ্ধ। এছাড়া কয়েকদিন আগে আইএস-এর নিয়ন্ত্রিত এলাকায় ফুটবল নিষিদ্ধ করা হয়। ফুটবলে আল্লাহ’র আইন ছেড়ে ফিফার আইন মান্য করা হয় বলে তারা এটা নিষিদ্ধ করে। এছাড়া ফুটবলে আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে আঘাতকারী খেলোয়াড়ের কোনো ক্ষতিপূরণ না দেয়াটা ‘বেআইনী’ বলে মনে করে তারা। একজন আরেকজনকে আঘাত করলে আঘাতকারীকে সমপরিমাণ আঘাত কিংবা এর বিনিময়ে অর্থ জরিমানা দেয়াটাকে যৌক্তিক মনে করে তারা।

পাঠকের মতামত: