ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রামুর যুবক মুনিরুল ইসলামের দু’টি কিডনিই অকার্যকর ॥ সাহায্যের আবেদন

নীতিশ বড়ুয়া, রামু ::

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের জাফর আলম সওদাগরের সন্তান মুনিরুল ইসলামের দুটি কিডনীই অকার্যকর হয়ে গেছে। মুনিরুল এলাকায় পরিশ্রমী ও ধার্মিক লোক হিসেবে পরিচিত। বিশেষ করে গ্রামের কোন মানুষের মৃৃত্যু হলেই কবর খননের জন্য সবার আগে ছুটে যেতেন তিনি। ৩৭ বছরের যুবক মুনিরুল ইসলাম তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারি ব্যক্তি। তাঁর চার বছরের এটি ছেলে ও পাঁচ মাসের একটি মেয়ে রয়েছে।

মুনিরুলের নিকটাত্মীয় লম্বরী পাড়া দারুল কুরআন নুরানী একাডেমীর প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর জানান, পরিশ্রমী যুবক মুনিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাঁকে ডাক্তারের কাছে নেয়া হয়। বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর জানায় তার দু’টি কিডনিই অকার্যকর হয়ে পড়েছে। তার অসুস্থতায় সংসার চালানো ও চিকিৎসার ব্যয়ভার চালানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ মুনিরুল তার শিশু সন্তানদের জন্য বাঁচতে চায়। বাঁচার জন্য সে সকলের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ, হিসাব নং ১২৮০৭-রূপালী ব্যাংক রামু শাখা। মোবাইল নং -০১৮৪৩২৬৭২৭৪।

পাঠকের মতামত: