শাহিদ মোস্তফা শাহিদ :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস মোড়ে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মিজানুর রহমান (২৫) নামের একজন যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো চার -পাঁচজন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার রামুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান (২৫) মাদারীপুরের পশ্চিম দৌতখালী এলাকার নুর মোল্লার ছেলে।
পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মিজানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, “শনিবার ভোরে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও চার -পাঁচজন যাত্রী আহত হয়েছেন। গাড়ির চালক ও হেলপারকে আটক করতে না পারলেও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।”
পাঠকের মতামত: