ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

রামুতে হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ ঃ প্রাইভেট কার জব্দ

খালেদ হোসেন টাপু, রামু ::

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ঝটিকা অভিযানে ২ হাজার পিচ ইয়াবা সহ দুই পাচারকারী আটক করা হয়েছে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেট কারও আটক করে পুলিশ। আটককৃতরা হল সুনামগঞ্জ জেলার মনছুর আলীর ছেলে হুমায়ুন কবির (৫৫) ও শাহেব আলীর ছেলে আবুল মিয়া (২৮)। রবিবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলামের নির্দেশে সার্জেন্ট শাহাজাদ, এসআই তসলিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তুলাবাগান এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ থেকে কক্সবাজারমুখী প্রাইভেট কার নং ঢাকা মেট্রো গ ১৫-২৫৯৯ গাড়ি থেকে দুই হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করে। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এদিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলাম ইয়াবাসহ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, টেকনাফ থেকে একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশ আগে থেকে তুলাবাগান এলাকায় অবস্থান নেয় । প্রাইভেট কারটি তুলাবাগান এলাকায় পৌঁছলে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

পাঠকের মতামত: