ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রামুতে বিকেএসপি পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

সোয়েব সাঈদ, রামু ::

রামুতে নির্মাণাধিন বিকেএসপি’র কার্যক্রম পরিদর্শন করেছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। বুধবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় অতিথিবৃন্দ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে বিকেএসপি পরিদর্শনে এলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, সুস্থ ও দক্ষ জাতি গঠনের জন্য ক্রীড়া চর্চার গুরুত্ব বেশী। এজন্য ক্রীড়া চর্চার সুযোগ প্রসারিত করার লক্ষ্যে সরকার রামুতে বিকেএসপি নির্মাণ করছে। এটি নির্মিত হলে দেশের ক্রীড়া চর্চায় এটি মাইলফলক হবে।

এসময় রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্সসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: