ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

রামুতে তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা

নীতিশ বড়ুয়া, রামু ::

রামুতে ’শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ প্রকল্পের জিওবি খাতের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস,কক্সবাজারের আয়োজনে গতকাল বুধবার (১১ এপ্রিল) রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ শাজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন। কর্মশালায় জন্ম নিবন্ধন স্যানিটেশন ও পরিবেশ,মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ের আলোকে আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মন্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, রামু থানার অফিসার ইনচার্জ এ.কে এম লিয়াকত আলী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুছ ভূট্টো, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী, সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, এফডিএসআর ক্লিনিক ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন নিকাহ রেজিষ্টার আবু বক্কর ছিদ্দিক প্রমূখ। কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: