ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

রামুতে ঢাকার লালবাগ ফ্রেন্ডস্ ক্লাব ও রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খালেদ শহীদ, রামু :: রামুতে লালবাগ ফ্রেন্ডস ভেটার‌্যান্স ক্লাব ও রামু সোলালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণপূর্ব সভায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, ক্রীড়ার মাধ্যমে দুটি অঞ্চলের সম্পর্কের উন্নয়ন ঘটে। ঢাকার ঐতিহ্যবাহি বানিজ্যকেন্দ্র লালবাগের সাথে পর্যটনশহর কক্সবাজারের রামুর প্রীতি ফুটবল ম্যাচ পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির উন্নয়ন ঘটাবে। আগামীতে আরো সুচারো ভাবে এধরনের ফুটবল খেলার আয়োজন করা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের সাবেক কৃতি ফুটবলারদের কৃতিনৈপুন্যময় খেলা আগামী প্রজন্মের ফুটবলারদের উৎসাহিত করবে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শুক্রবার বিকালে রামু সোনালী অতীত ফুটবল ক্লাব বনাম ঢাকা লালবাগ ফ্রেন্ডস ভেটার‌্যান্স ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দর্শকনন্দিত প্রীতি ফুটবল ম্যাচটি নির্ধারিত সময়ে গোল শূণ্যভাবে শেষ হয়। খেলা শেষে অতিথিরা উভয় দলের কর্মকর্তা, খেলোয়াড় ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তোলে দেন।

রামু ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, লালবাগ ফ্রেন্ডস ভেটার‌্যান্স ক্লাবের সভাপতি মো. আবদুল কুদ্দুস রানা, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো প্রমুখ।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক খালেদ শহীদ ও রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপনের সার্বিক পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাবেক কৃতি গোলরক্ষক বিপুল বড়ুয়া আব্বু। খেলা পরিচালনায় ছিদ্দিক আহমদ রেফারী, সুকুমার বড়ুয়া বুলু ও ওমর ফারুক মাসুম সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি, বাফুফে সদস্য বিজন বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবকে সম্মাননা স্মারক ক্রেস্ট এবং প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন, লালবাগ ফ্রেন্ডস ভেটার‌্যান্স ক্লাবের সভাপতি মো. আবদুল কুদ্দুস রানা সহ ক্লাবের কর্মকর্তারা। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের পক্ষে লালবাগ ফ্রেন্ডস ভেটার‌্যান্স ক্লাবের সভাপতি মো. আবদুল কুদ্দুস রানাকে ক্রেস্ট প্রদান করেন, প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি ও বাফুফে সদস্য বিজন বড়ুয়া। অনুষ্ঠানের বিশেষ অতিথি কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ও লালবাগ ফ্রেন্ডস ভেটার‌্যান্স ক্লাবের খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তোলে দেন রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের কর্মকর্তারা।

লালবাগ ফ্রেন্ডস ভেটার‌্যান্স ক্লাবের একাদশে খেলেছেন, ওয়াসীম (গোলরক্ষক), আবেদ (অধিনায়ক), আদিল, নয়ন, ওয়াহিদ, আলমগীর, পলো, শাহজাহান, কামরুল, মনির, বিপ্লব। ওই দলে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, টিটু, আনোয়ার, কাশিফ, বশির, জুয়েল, সুমন, শান্তি, আলমগীর, অপু, মাসুদ। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের একাদশে খেলেছেন, কাকন বড়ুয়া (গোলরক্ষক), সজল বড়ুয়া (অধিনায়ক), অরুন বড়ুয়া, প্রতীতি বড়ুয়া, বিকাশ বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, ফরিদুল আলম, জিটু বড়ুয়া, রিটু বড়ুয়া, মো. ইসহাক পাখি, প্রবাল বড়ুয়া। ওই দলে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, অসিত পাল, টিপু বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, শিপন বড়ুয়া, মো. আবুবক্কর ছিদ্দিক, মো. রুহুল আমিন, আহাম্মদ, কাউছার উল হক, শফিউল আলম লালু, রাশেদুল হক বাবু, খালেদ শহীদ, তাজল বড়ুয়া, রাজু বড়ুয়া, সবুজ বড়ুয়া, কাজল বড়ুয়া, ইলক বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, মোর্শেদুল আলম, অভি বড়ুয়া নুনু, রুপন বড়ুয়া।### ###

পাঠকের মতামত: