ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রামুতে জমে উঠেছে সম্প্রীতির মেলা

নীতিশ বড়ুয়া, রামু :: কক্সবাজারের রামুতে জমে উঠেছে উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ৮ দিনব্যাপী সম্প্রীতির মেলা। এ উপলক্ষে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সংলগ্ন মেরংলোয়া বিলে ৪০ একর জায়গা জুড়ে সম্প্রীতির মেলার আয়োজন করা হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারি ৮ দিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

উপসংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভুষিত, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, বাংলাদেশের বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, মায়ানমার সরকার কৃর্তক ধর্মীয় পদক অগ্গমহাস্বধম্মোজ্যোতিকাধ্বজ্ব উপাধিপ্রাপ্ত, ভারত-বাংলা উপ-মহাদেশের প্রখ্যাত সংঘমনিষা, বহু গ্রন্থ রচয়িতা, ত্রিপিটক বিশারদ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারী) ছিলো সম্প্রীতি মেলার ২য় দিন। বিকালে মেলার সরেজমিন পরিদর্শনে দেখা যায় সম্প্রীতির মেলায় সার্কাস, মুত্যুকুপ, ওয়াটাররেস, নাগরদোলাসহ বিভিন্ন বিনোদন এবং দেশী-বিদেশী পণ্যের দু’শতাধিক স্টলে শিশু, কিশোর, নারী, পুরুষের প্রচুর ভিড়। সম্প্রীতি মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুন বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া জানান, ২২ ফেব্রুয়ারী থেকে সম্প্রীতির মেলা শুরু হলেও মূল ধর্মীয় অনুষ্ঠান থাকবে অনুষ্ঠানের শেষ তিনদিন ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারী। তাঁরা জানান, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরুসহ দেশের বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ ভিক্ষু ছাড়াও ভারত, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, জাপান, আমেরিকা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালীসহ বিভিন্ন বৌদ্ধ প্রতীম রাষ্ট্র থেকে হাজারো বৌদ্ধ ভিক্ষু অংশ নেবেন। এছাড়া অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, সেনাবাহিনী কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বৌদ্ধ প্রতীম রাষ্ট্র সমুহের রাষ্ট্রদুত, হাইকমিশনার, জাতীয় রাজনৈতিক, ধর্মীয় নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু জানান, সম্প্রীতি মেলার গত দু’দিন অত্যন্ত শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল সম্প্রীতি মেলা সফল করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। রামু থানা পুলিশ ও শান্তি শৃঙ্খলা উপ-পরিষদের আহবায়ক সুবীর বড়ুয়া বুলু ও সদস্য সচিব নবু আলমের নেতৃত্বে দুইশত স্বেচ্ছাসেবক পর্য়ায়ক্রমে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের সমাপনি পর্যন্ত শান্তিপুর্ণ ভাবে সফলতার সাথে সমাপ্ত করতে তিনি প্রশাসনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

পাঠকের মতামত: