ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

রামুতে অজ্ঞাত যুবকের মৃত্যু ॥ ৩দিনেও মিলেনি পরিচয়

সোয়েব সাঈদ, রামু ::

রামুতে উদ্ধারের ৩দিন পার হলেও মৃত যুবকের পরিচয় মিলেনি। রামু থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আটটায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন ওই মুসলিম যুবককে উদ্ধার করে পাশর্^বর্তী চেইন্দা মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরদিন বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটায় চিকিৎসাধিন অবস্থায় প্রাণ হারান ওই যুবক। নিহত যুবকের মৃতদেহ পরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

ওসি মো. মিজানুর রহমান আরো জানান, এ ঘটনার ৩দিন পার হলেও হতভাগ্য যুবকের পরিচয় মিলেনি। তিনি যুবকটির স্বজন বা পরিচয় জানা ব্যক্তিদের রামু থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ঘটনার সুনির্দিষ্ট অভিযোগ না থাকা এবং নিহত যুবকের স্বজনদের পরিচয় না পাওয়ায় মৃত্যুর সঠিক কারন উদঘাটন করতে পারছে না পুলিশ।

পাঠকের মতামত: