ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

রথযাত্রা র‌্যালীতে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষের মিলনমেলা

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাটির চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের জলদাস পাড়াস্থ মন্দির থেকে শুরু হয়ে চকরিয়া উপজেলা সদরের প্রধান সড়ক প্রদিক্ষন করেন। এতে হিন্দু সম্প্রদায়ের নানা বয়সের হাজারো নারী-পুরুষ অংশগ্রহন করেন।

রথযাত্রার শুরুতে এ উপলক্ষে চকরিয়া পৌরসভার জলদাস পাড়াস্থ মন্দির প্রাঙ্গনে সুধী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান। এরপর রথযাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও চকরিয়া পৌরসভা আওয়ামীগের সহসভাপতি বাবু তপন কান্তি দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ, চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির কমিটির সভাপতি প্রদীপ দাশ, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, উপজেলা সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ, সদস্য শুধাংশু বিমল সুশীল, সনাতনী সেবক সংঘ উপজেলা কমমিটির সহ সভাপতি দয়াল দে, সাধারন সম্পাদক বিশ্বজিৎ বৈঞ্চব, অর্থ সম্পাদক টুন্টু দাশ, চকরিয়া পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ কান্তি দাশ, চকরিয়া সনাতন সেবক সংঘের সহ-সভাপতি দয়াল দে. মিন্টু রুদ্র, বিশ্বজিৎ, গোপাল জলদাশ, মাদব জলদাশ ও শাওন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। সেই আলোকে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বির্নিমানে বদ্ধপরিকর। ইতোমধ্যে সরকার প্রধানের বিচক্ষন ও সুদক্ষ রাষ্ট্র পরিচালনার বদৌলতে আজ সব ধর্মের মানুষ স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে পালন করতে পারছে।

তিনি বলেন-বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আগামীতেও সম্প্রীতির এই ধারা অক্ষুন্ন রাখতে হবে। এইজন্য চকরিয়া উপজেলার প্রতিটি ধর্মের নাগরিককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কান্তি দাশ বলেন, সকল ধর্মালম্বীদের বাসযোগ্য হচ্ছে বাংলাদেশ। এইদেশে কোন ধর্মে জঙ্গি বাদের স্থান নেই। ধর্ম যার যার উৎসব সবার, এভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের অনুষ্ঠান সার্বিকভাবে সহযোগিতা করায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানান তিনি। ##

এম.জিয়াবুল হক

পাঠকের মতামত: