ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

যাত্রী বিনোদনে এ বার বিকিনিতে বিমানসেবিকা!

253বিনোদন ডেস্ক ::

শাড়ি থেকে স্কার্ট। বিমানসেবিকাদের সমস্ত প্রথাগত পোশাককে ইঁদুর দৌড়ে নিমেষে অনেক পিছনে ফেলে দিল রেড হট বিকিনি। কী বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এ বার বিকিনিতেই বিমানের অতিথিদের স্বাগত জানাল থাইল্যান্ডের একটি বিমান সংস্থা।

আর এই বিকিনির দৌলতেই ভিয়েতজেট নামের এই বিমানসংস্থা পৌঁছে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এই সংস্থা চালু হওয়ার মাত্র দু’বছরের মধ্যেই অন্যান্য এয়ারওয়েজকে পিছনে ফেলে সাফল্যের সিঁড়িতে চড়েছে চড়চড় করে। এরইমধ্যে ভিয়েতনামের বিমান পরিবহনশিল্পের ৩০ শতাংশ বাজার নিজেদের পকেটে পুড়েছে তারা।

এই বিমানসংস্থার সিইও ন্যুয়েন থি ফুয়াং থাও দেশের প্রথম মহিলা হিসাবে বিমানশিল্পে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন। এমনকি বিমানসেবিকাদের পোশাকের পরিকল্পনাও তাঁরই। আর এ বার সেই বিকিনি ভাগ্যে খুলতে চলছে তাঁর ভাগ্যও। ভিয়েতনামের প্রথম মহিলা হিসাবে ১০০ কোটি টাকার মালকিন হতে চলেছেন ন্যুয়েন ।

পাঠকের মতামত: