ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

মাদকে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে -পুলিশ সুপার

কক্সবাজার সংবাদদাতা ::
মাদক ব্যবসাযীদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন।
তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। যেখানে মাদক সেখানে অভিযান। যত বড়ই শক্তিশালী হোক, মাদকে জড়িত থাকার প্রমাণ পেলে ছাড় দেয়া যাবেনা।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আবদুল মালেক তালুকদার পুলিশ সুপারের সাক্ষাতে গেলে এসব কথা বলেন।
সাক্ষাতকালে পরিদর্শক আবদুল মালেক তালুকদার নবাগত পুলিশ সুপারের সাথে কুশল বিনিময় করেন। পুলিশ সুপার মাদক নির্মূলে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সিপাহী আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: