ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মাতারবাড়ীর নয়াপাড়া ষাইটপাড়া এলাকায় প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত

মহেশখালী প্রতিনিধি ::  মহেশখালীর মাতারবাড়ীর নয়াপাড়া ষাইটপাড়া এলাকার প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। এ বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় স্থানীয় এলাকাবাসী জোয়ার ভাটার কবলে পড়েছে বলে জানা গেছে। জিও ব্যাগ দ্বারা ১৯১৭ সালে কিছুটা রক্ষা করার চেষ্টা করা হলেও বর্তমানে এই জিও ব্যাগেও কাজ হচ্ছেনা৷

এখানে ২০১৮-১৯ অর্থ বছরে উন্নয়নমূলক কোন কাজ হয়নি বলে জানা গেছে। আংশিক সহ প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে ইতোমধ্যে এখানকার প্রায় ২০ টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদ হয়ে গেছে।

২০ ই আগস্ট বিকাল ৩ টায় মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমা ভাঙ্গা বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন।

এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ, স্থানীয় মেম্বার হামেদ হোছাইন, ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মার্মা এর সাগরের জোয়ারের পানিতে বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ চকরিয়া নিউজকে বলেন, মাতারবাড়ীর নয়াপাড়া ষাইটপাড়ার এ ভাঙ্গা বেড়িবাঁধটি সংস্কার চাই। তবে আমরা অস্থায়ী বা টেম্পরারি বেড়িবাঁধ চাই না। ব্লক পাথরের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ চাই।

এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ।

এ বেড়িবাঁধ পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মার্মা বলেন, মাতারবাড়ীর এ ভাঙ্গা বেড়িবাঁধের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব শীঘ্রই ভাঙ্গা বেড়িবাঁধটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অংগ্যজাই মারমা।

পাঠকের মতামত: