ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মাতারবাড়ির একটি আলিশান বাড়ি দখল নিতে একটি পক্ষ মরিয়া ?

সালাম কাকলী, মহেশখালী : মাতারবাড়ির আলোচিত শেখ কামালের মৃত্যুর পর তার আলিশান বিলাশ বহুল বাড়িটি দখল করে নিতে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেছে। এতে মরহুমের বৃদ্ধ মাতা ও বোনেরা চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছে বলে জানা গেছে।

বাড়ির মালিক জানান, মাতারবাড়ি ৪নং ওয়ার্ডের বাসিন্দা ধনাঢ্য ব্যক্তি শেখ কামাল গত ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের চাঁদগাওয়ের বাড়িটিতে রহস্যজনক কারনে মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর মাতার বাড়ির কয়েক কোটি টাকার আলীশান বাড়িটি দখল নিতে মরহুমের তালাক প্রাপ্ত স্ত্রী দুবাই প্রবাসী হাসিনাকে দিয়ে স্থানীয় একটি পক্ষ বিভিন্নভাবে কলাকেৌশল শুরু করে দিয়েছে। এমনকি মরহুমের ৯০ বছরের বৃদ্ধ মা সুফিয়া বেগম ও তার বোন ফেরদৌস আক্তারকে উক্ত বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্রে একটি পক্ষ মেতে উঠায় এলাকায় বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া  সৃষ্টি হয়েছে। এদিকে বৃদ্ধ সুফিয়া কামাল কান্নায় ভেঙ্গে পড়ে  প্জারতিবেদককে জানান, আমার পুত্রের মৃত্যুর পর ্আমি এখন একা হয়ে গেছি । তাই এলাকাবাসীসহ আমার বাড়ি দখলে নিতে জড়িতদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছি।

পাঠকের মতামত: