ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মাতামুহুরী নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রিয়াজ উদ্দিন, পেকুয়া ::  চকরিয়ার মাতামুহুরী নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলের নাম মো: বাদশাহ (২৮)। তিনি কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো: শামশুল আলমের ছেলে। ২১ জুন (রবিবার) দুপুর ১ টার দিকে উজানটিয়া ইউনিয়নের শেষ প্রান্তে করিয়ারদিয়ার ঢওয়াখালীর চর থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, ২০ জুন (শনিবার) সকাল ৮ টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজারস্থ খাসপাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে মাছ ধরতে গেলে একটি ছোট্ট নৌকা থেকে পড়ে যায় ওই জেলে বাদশাহ। ওই দিন চট্টগ্রামের আন্দরকিল্লার ডুবুরীর দল, চকরিয়া ফায়ার সার্ভিস, পেকুয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে অনেক খোঁজাখোঁজির পর ওই জেলের সন্ধান পায়নি। রবিবার দুপুর ১ টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল হক, ফায়ারম্যান মো: শাহীনের নেতৃত্বে একটি দল, চট্টগ্রাম থেকে আসা ডুবুরীর দল, স্থানীয় লোকজন লাশটি ওই স্থান থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন ও আত্মীয় স্বজনকে বুঝিয়ে দিয়ে চলে আসেন। পেকুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার দিদারুল হক, ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত: