ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

মাতামুহুরী ডুবোচরে নিহত ৫ ছাত্রের স্মরণে ৪দিনের কর্মসূচী

চকরিয়া সংবাদদাতা:
চকরিয়া মাতামুহুরী ডুবোচরে নিহত চকরিয়া গ্রামার স্কুলের ৫ জন মেধাবী ছাত্র আমিনুল হোছাইন এমশাদ, তুর্ণ ভট্রাচার্য, সাঈদ জাওয়াদ আরভি, ফারহান বিন শওকত ও আফতাব হোছাইন মেহেরাবের স্মরণে ৪ দিনের কর্মসূচী ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল পরিচালনা কমিটি (এডুকেয়ার ফাউন্ডেশন) ও শিক্ষকদের সমন্বয়ে কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ এ কর্মসূচীর সত্যতা নিশ্চিত করেছেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে-১৬ জুলাই পূর্ণদিবস বিদ্যালয় বন্ধ, ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরআনখানী, কালো পতাকা উত্তোলন, বিদ্যালয়ের পতাকা অর্ধনমি করণ, কালো ব্যাজ ধারণ, ১ম ক্লাসের পর দ্বিতীয় ও তৃতীয় ক্লাসে ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
১৭ জুলাই থেকে ১৯ জুলাই পযর্ন্ত নার্সারী থেকে দ্বিতীয় শ্রেণি পযর্ন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, শনিবার সিকালে চকরিয়া মাতামুহুরী ব্রীজের নীচে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে স্কুলের ৫ শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত: