ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

মাতামুহুরি নদীর চোরাবালিতে তলিয়ে ‍যাওয়া শিশু মৃত উদ্ধার

চকরিয়া সংবাদদাতা :: কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে মো. রাফি নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই ইউনিয়নের ছোট ভেওলার আলী হোসেনের ছেলে।

নিহতের পিতা আলী হোসেন বলেন, দুপুর সাড়ে ১২ টায় মাতামুহুরি নদীর বালির পয়েন্ট সংলগ্ন স্থানে গোসল করতে নামে আমার শিশু সন্তান। নদীতে নামার সাথে সাথেই চোরাবালিতে তলিয়ে যায়। পরপরই আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী খোঁজ করে আমার ছেলেকে উদ্ধার করে। পরে তাকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পাঠকের মতামত: