মহেশখালী প্রতিনিধি :: কক্সবাজারের মহেশখালীতে গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার গহীন পাহাড় ভারিতইল্লা ঘোনা থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী ইউনিয়নের ভারিতইল্লা ঘোনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে লেদ মেশিন, দেশীয় তৈরীর অস্ত্রের স্প্রিং, কার্তুজের পিলেট, অস্ত্র তৈরীর লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, অস্ত্রের কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ, কার্তুদের খোসা ইত্যাদি।
ওসি জানান, এসময় ওই এলাকার আশেপাশের পানের বরজে কর্মরত লোকজনের জিজ্ঞাসাবাদে জানা যায়, যেখানে অস্ত্র তৈরি ও বেচা-কেনা হয়। এ কারখানায় তৈরি অস্ত্র চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হয় এবং অস্ত্র ও মাদক কারখানার সাথে স্থানীয় রবিউল হোসেন প্রঃ রবি (৩৫), মনির (৩০), মানিক ( ৩৫) জড়িত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
পাঠকের মতামত: