ঢাকা,শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

মহেশখালীতে ৬বাড়ি পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি

মহেশখালী প্রতিনিধি ::

মহেশখালী মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ৬ টি বসতবাড়ী পুড়ে সম্পুর্ন ছাই হয়ে গেছে । ১৪ জানুয়ারী সোমবার রাত ৮টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান , মৃত পেঠান আলীর পুত্র আবু বকর এর বাড়ীতে আগুনের লেলিহান দেখতে পায় স্থানীরা। এ সময় মুহুর্তের মধ্যে দাউ দাউ করে ৬টি পরিবার চোখের সামনে পুড়ে যেতে দেখলেও আশে-পাশে কোন পানি না থাকায় তারা আগুন নিভাতে পারেনি। রক্ষা করতে পারে নি বাড়ীর কোন কিছু জিনিস পত্রও ।বৈদ্যুতিক শর্ট লেগে এ আগুনের সূত্রপাত বলে ধারনা করেছেন ।

ক্ষতিগ্রস্ত বাড়ী মালিক আবু তালেব জানান , বাড়ীতে সবাই থাকা সত্যেও হঠাৎ বৈদ্যুতিক শর্ট লেগে মুহুর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে । বাড়ীতে থাকা ৬ পরিবারের নগত ৮০ হাজার টাকা , বাড়ীর মুল্যবান কাগজপত্র ও আসবাবপত্র সহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

এদিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জামিরুল ইসলাম জানান , কালারমারছড়ায় বাড়ীতে আগুন লাগার বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি । তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমান জানিয়ে লিখিত দরখাস্ত দিলে আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানান ।

পাঠকের মতামত: