ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে হাত-পা বিচ্ছিন্ন করে যুবলীগ নেতাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, মহেশখালী ::

কক্সবাজারের মহেশখালীতে জায়গা-জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে জিয়াবুল হক (৪০) রাসে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী।

বুধবার বিকেল ৫টার দিকে মাতারবাড়ীর বাংলাবাজার এলাকায় প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে তার হাত-পা প্রায় বিচ্ছিন্ন করে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

নিহত জিয়াবুল হক উপজেলার মাতারবাড়ীর মগডেইল গ্রামের ফরিদুল আলমের ছেলে এবং মাতারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা জিয়াবুলের সঙ্গে একই এলাকার সামসুল আলমের জায়গা-জমি সংক্রান্তে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার জিয়াবুল হক ব্যবসায়ীক প্রয়োজনে মাতারবাড়ী বাংলাবাজারে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত ও দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের বলেন, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

পাঠকের মতামত: