ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে বখাটের লাথির আঘাতে স্কুল ছাত্রী নিহত

সরওয়ার কামাল, মহেশখালী ::
মহেশখালী উপজেলার শাপলাপুরে বখাটের লাথির আঘাতে শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাছিমা আকতার খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ ই মে রাত ৯টায় শাপলাপুরের বুধারপাড়া গ্রামে। নিহত ছাত্রী নাছিমা আক্তার বুধারপাড়া এলাকার মোহাম্মদের কন্যা।
জানাযায়, স্থানীয় এক বখাটের প্রতিবাদ করায় তার উপর এই নির্মম হামলা চালানো হয়।
নিহত ছাত্রীর ভাই জালাল জানান, জল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে নিহত কলেজ ছাত্রীর পরিবারের সাথে একই এলাকার কবির আহমদের পুত্র কাউছারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘাতক কাউসারের লাথির আঘাতে ঘটনাস্থলেই স্কুল ছাত্রী নাসিমার মৃত্যু হয়। এই ব্যাপারে মহেশখালী থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । হত্যাকারিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

পাঠকের মতামত: