ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে নির্বাচনী সহিংসতাঃ ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ::
মহেশখালীতে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মহেশখালী থানায় মামলা হয়েছে। বিকেলে নিহতের পরিবারের সদস্য আজিজুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি করেন।মামলায় ২৫ জনকে আসামি করা হয়।

মহেশখালী থানা সূত্র জানিয়েছে -নিহতের পরিবারের পক্ষ থেকে নিহত আবুল কালাম এর মেয়ে জামাই আজিজুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি করেন। মামলায় ফরিদুল ইসলাম প্রকাশ চশমা ফরিদকে প্রধান আসামি করা হয়। তাছাড়া জনৈক মনজুর এবং আমজাদসহ মামলায় আসামি হিসেবে ২৫ জনের নাম উল্লেখ আছে। কোনো অজ্ঞাত আসামি নেই। মামলার প্রধান আসামি ফরিদুল ইসলাম এবার মেম্বার প্রার্থী ছিলেন।
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানিয়েছেন -হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত আছে।

মামলার বিষয়ে তিনি জানান -হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অনুসন্ধান চালিয়ে প্রকৃত দোষিদের খুঁজে বের করবে। ঘটনায় সম্পৃক্ততা নাই এমন নিরাপরাধ কেউ ক্ষতিগ্রস্ত হবে না।
প্রসঙ্গতঃ গত ২০ সেপ্টেম্বর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সহিংসতায় গুলিতে খুন হয় জেলে আবুল কালাম।

পাঠকের মতামত: