ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে দিনদুপুরে অস্ত্র হাতে হুমকিদাতা সেই জাকির অস্ত্রসহ আটক

মহেশখালী প্রতিনিধি ::
মহেশখালীতে প্রকাশ্যে বন্দুক নিয়ে হুমকী দেয়া বন্দুকধারী জাকিরকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অাগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এসঅাই দীপক বিশ্বাসের নেতৃত্বে মগরিয়া পাড়ার অাস্তানা থেকে জাকিরকে অস্ত্র সহ গ্রেফতার করা হয় ।তার স্বীকার উক্তি মতে অারো একটি দেশীয় তৈরী বন্দুক ও ৫রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আটক জাকির হোসেন(৪৩) একই এলাকার মৃত অাব্দুল করিমের পুত্র।

পুলিশ জানায়, সোমবার মহেশখালী উপজেলার বড় মহেশখালী মগরিয়াকাটা গ্রামে প্রকাশ্যে বন্দুক উচিয়ে বসতভিটা থেকে বিদেশ প্রবাসী ভাইয়ের স্ত্রীকে তাড়িয়ে দিতে হুমকী দেয় জাকির ।তার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে মহেশখালী থানা পুলিশ জাকিরকে ধরতে অভিযান চালায়। এলাকাবাসীর দাবী সন্ত্রাসী বন্দুকধারী জাকিরকে রিমান্ডে নেওয়া হলে বন্দুক তৈরীর তথ্য বেরিয়ে অাসে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আটক অস্ত্রধারীর বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত: