ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে জবাই করে বৃদ্ধকে হত্যা

hottaশাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীতে ৬৫ বছরের এক বৃদ্ধ নাজির মাঝি চরণদারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও জবাই করে খুন করা হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন বড় কবরস্থানে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম নজির আহমদ প্রকাশ নাজির মাঝি (৬৫)। সে মাতার বাড়ী ইউনিয়নের সাতঘর পাড়া এলাকার মৃত গুনু মিয়ার ছেলে বলে জানা গেছে। নিহত নাজির মাঝি পেশায় একজন বোট চালক এবং চট্টগ্রাম- মাতারবাড়ী বব্যবসায়িদের টাকা ও মালামাল আনা নেওয়ার চরণদারী করতেন।

স্থানীয়রা জানান, ১৩ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ১১টার দিকে নিহত নাজির মাঝি ব্যবসায়িদের কাছ থেকে টাকা তুলে ফেরার পথে স্থানীয় ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা তার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে মরদেহ কবরস্থানে ফেলে রাখে বলে ধারণা করছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল চন্দ্র বনিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

 

পাঠকের মতামত: