ঢাকা,শনিবার, ২ নভেম্বর ২০২৪

মহেশখালী হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী সনাক্ত করায় জরুরী বৈঠক

সরওয়ার কামাল, মহেশখালী ::   মহেশখালী উপজেলার সদর হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী সনাক্ত হওয়ায় ১৭ ই আগস্ট সকাল ১১ টায় হাসপাতালে জরুরী  বৈঠক অনুষ্টিত হয়। ডেঙ্গু রোগীরা হলেন-ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের অপেন হেলার কন্যা কিনু রাখাইন (১৭)। বুসি মংয়ের স্ত্রী ইনঞ্জু রাখাইন(২৫)। মহেশখালী সদর হাসপাতালে ১৪ই আগস্ট থেকে ১৭ই আগস্ট দুই জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে বলে জানা যায়। অপর দিকে ডেঙ্গু রোগী কিনু রাখাইনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনঞ্জু রাখানকে ডাক্তারের তত্তাবধানে ঠাকুরতলা নিজ বাড়ীতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহেশখালী সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সনাক্ত হওয়ার সংবাদ পেয়ে মহেশখালী-কুতুবদিয়ার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মহেশখালী সদর হাসপাতালে জরুরী বৈঠকে ডেঙ্গুর বিষয়ে জনসচেতনতামূলক সভায় বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন । এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম,মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃসাজ্জাদ হোসেন চৌধুরী, মহেশখালী থানার (ওসি) তদন্ত বাবুল আজাদ সহ হাসপাতালের কর্মরত ডাক্তারেরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: