ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

মহেশখালী হাসপাতালে রোগীরা সেবা বঞ্চিত, ডাক্তারেরা প্রাইভেট চিকিৎসা নিয়ে ব্যস্ত

mhএম. রমজান আলী, মহেশখালী ::

নিয়োজিত চিকিসৎকেরা প্রাইভেট চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় মহেশখালী হাসপাতালে রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে না বলে রোগীদের অভিযোগ। ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় হাসপাতালে গিয়ে রোগীদের সাথে কথা বলে জানাগেছে, তারা পর্য্যাপ্ত পরিমানে পাচ্ছে না, ওয়ার্ডে ময়লা অবর্জনা ভরপুর, দুর্গন্ধে অতিষ্ঠ, ইনজেকসন পুসিংয়ে টাকা দাবী, জরুরী বিভাগে হেলপারের টাকা দাবী, নিয়োজিত চিকিৎকেরা প্রাইভেট চিকিৎসা নিয়ে ব্যস্ত সহ অসংখ্য অভিযোগের স্তুপ। সাবেক মহেশখালী কলেজের ছাত্রলীগ সভাপতি আবু বক্কর ছিদ্দিকের মা ও তার ছোট ভাই রুবেল কে হাসপাতালে দেখতে যাওয়া সাবেক ছাত্রলীগ সভাপতি ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি সমাজ সেবক মোহাম্মদ আবু তাহের অভিযোগ তুলে বলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র কসাইখানায় পরিনত হয়েছে এখানে কোন চিকিৎসা বলতে কিছুই নাই দায়িত্বরত চিকিৎসকেরা প্রাইভেট চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকে হাসপাতালে ভর্তি রোগীদের প্রতি কারো খবর নাই প্রতিটি সেক্টরে টাকা ছাড়া কোন কাজ হয় না তাই প্রশাসনিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মহেশখালী সমিতির নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনগনকে দৃষ্টি রাখার জন্য আহবান জানিয়েছেন।সুত্রে জানাগেছে, সরকারী ভাবে ২৯টি মঞ্জুরকৃত পদের মধ্যে ৯জন চিকিৎসক দিয়ে ৫০ শয্যা বিশিষ্ট ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেছ ও ৭ ইউনিয়নের সবকটি ক্লিনিক গুলি পরিচালিত যারফলে মহেশখালীর প্রায় ৪লক্ষ জনগন চিকিৎসা সেবা থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছে। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেছে ২২ জন চিকিৎসক থাকার কথা থাকলে ও তৎস্থলে ৫ জন চিকিৎসক, (এ্যানথেসিয়া, ডেন্টাল সার্জন ও গাইনী বিশেষজ্ঞ) এর মত বিভাগে ও চিকিৎসক নাই, নার্স পদে ২১ জন থাকার কথা থাকলে ও তৎস্থলে বর্তমানে ৩ জন নার্সই আছে, অফিস পর্য্যায়ে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক, ক্যাসিয়ার, ষ্টোর কিপার পদগুলি ও শুন্য, অফিস সহকারী ৩টি পদ তৎস্থলে ১ জন আছে, ল্যাবরেটরী পদে ৩ জন তৎস্থলে ১জন ডেপুটিশনে দায়িত্ব পালন করছে, এক্ররে টেকনোশিয়ান, এম্বুল্যান্স ড্রাইভার ও ফার্মাসিষ্ট ম্যান সহ আরো গুরুত্বপূর্ন পদে জনবল শুন্য। পাশাপাশি ৭ ইউনিয়নের ক্লিনিক গুলিতে ৭জন চিকিৎসক থাকার কথা থাকলে ও তৎস্থলে ৪ জন চিকিৎসক দিয়ে কোন রকম চলছে। সবমিলিয়ে উপকূলীয় দ্বীপ মহেশখালীর রোগীরা চাহিদামত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বড় মহেশখালী ইউনিয়নের এক প্রসুিত রহিমা বেগম জানান, মহেশখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেছে কোন গাইনি বিশেষজ্ঞ না থাকাতে আমাদের কে কক্সবাজারে গিয়ে চিকিৎসা করতে হচ্ছে তাই আমাদের নানান সমস্যায় পড়তে হয় । এলাকার সচেতন মহল জানান, মহেশখালীর একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেছ ও তার আওতাভুক্ত ৭ ইউনিয়নে ৭টি ক্লিনিক আছে এরপরে ও এম্বুল্যান্সের ড্রাইভার না থাকাতে রোগীদের যথাসময়ে আনা নেওয়ার ক্ষেত্রে চরম বিপদে পড়তে হচ্ছে। আরো জানান, কিছু দুর্ণীতি পরায়ন ষ্টাফের কারনে হাসপাতালের সুনাম, সুÑখ্যাতি নষ্ট হচ্ছে তাই তাদের চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নেওয়া হলে হাসপাতালের আরো সুষ্ঠাতা ফিরে আসবে। স্বাস্থ্য কমপ্লেছের টিএইচও ডা. সুচিন্ত চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সে জানান, আমি অফিসের বাহিরে আছি আপনাকে পুরোপুরি তথ্য দিতে পাচ্ছি না আসলে তথ্য দিব। স্বাস্থ্য কমপ্লেছের আরএমও ডা. মাহফুজুল হক জানান স্বাস্থ্য কমপ্লেছ ও ইউনিয়ন ক্লিনিক গুলিতে জনবল সংকট হলে ও মোটামুটি ভাবে সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে এর পরে ও জনবল যদি পুরোপুরি ভাবে থাকত রোগীরা আরো বেশী সেবা পেত।

$$$$$$$$$$$$$$$$$$$

হোয়ানকের শাহজাহান র‌্যাব-৭ এর হাতে অস্ত্র সহ গ্রেপ্তার

এম. রমজান আলী, মহেশখালী ::

হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার মো. শাহজাহান র‌্যাব-৭ এর হাতে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে হোয়ানকের পশ্চিমে উপকূলীয় চিংড়ীঘের এর পার্শ্বস্থ থেকে ৪টি দেশীয় তৈরী অস্ত্র সহ গ্রেপ্তার করেছে। জানাগেছে, মো. শাহজাহানের বিরোদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক জানান, এখনো পর্যন্ত থানায় হস্তান্তর করেনি।

পাঠকের মতামত: