ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মহেশখালী থানা পুলিশের অভিযানে ৪১ জন পলাতক আাসামী গ্রেপ্তার

সরওয়ার কামাল, মহেশখালী ::  মহেশখালী উপজেলার শাপলাপুর,কালারমারছড়া,হোয়ানক, মাতারবাড়ি, বড় মহেশখালী, কুতুবজোম ইউনিয়ন থেকে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ ই আগস্ট দিবাগত রাতে বিভিন্ন মামলার ৪১ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহেশখালী থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশে ওসি (তদন্ত) বাবুল আজাদের নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি টিম এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হত্যা, ডাকাতি, মারামারি, জমি দখল, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে। মহেশখালী থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর চকরিয়া নিউজকে বলেন, মহেশখালীতে বর্তমান সরকারের উন্নয়ন মুখী বহু প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে, উক্ত প্রকল্পগুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে দাগী অপরাধীদেও গ্রেপ্তার করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: