আতিকুর রহমান মানিক, কক্সবাজার :::
মহেশখালী চ্যানেল থেকে তিন লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড। (১১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১টায় গোরকঘাটা ও আদিনাথ জেটি সংলগ্ন সাগর থেকে এসব জাল জব্দ করা হয়। কোষ্টগার্ড মহেশখালী ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ জানান, সাগরে নিয়মিত টহলের সময় কোষ্টগার্ড সদস্যরা ৮ টি ফিশিং বোটে তল্লাশী করে এসব জাল জব্দ করে। জব্দকৃত জাল দুপুর ২টায় পুড়িয়ে নষ্ট করা হয়। মহেশখালী উপজেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা সাবেদুল হক এসময় উপস্হিত ছিলেন। জব্দ ও ধ্বংসকৃত কারেন্ট জালের আনুমানিক দাম আশি লক্ষ টাকা হবে বলে জানা গেছে।
পাঠকের মতামত: