ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

মহেশখালী গোরাকঘাটা বাজারে অভিযান দুই প্রতিষ্টানকে জরিমানা

সরওয়ার কামাল, মহেশখালী ::
মহেশখালী উপজেলার গোরাকঘাটা বাজারে মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্টান গোরাকঘাটা আলিশান রোডে মদিনা ফুডস এর মালিক রহমত উল্লাহ বেকারিতে পঁচা বাসি উপকরন দিয়ে রুটি জাতীয় খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা, সদর হাসপাতাল এলাকায় চায়ের দোকানের মালিক আব্দুল হাকিম কে ময়লাযুক্ত পানি ও অপরিছন্নতার দায়ে১ হাজার ৫০০ টাকা সহ ২১হাজার ৫শ টাকা জরিমানা করেছেন নিবার্হী ম্যাজিস্ট্রেট।

আজ ১৯ই সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলার গোরকঘাটা বাজার,থানা ও সদর হাসপাতাল এলাকার খাবারের দোকান গুলিতে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন-মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যাজাই মারমা। অভিযান পরিচালনায় সাথে ছিলেন মহেশখালী হাসপাতালের সেনেটারী ইন্সপেক্টর রূপম কান্তি পাল, থানার এসআই শাহ জাহানসহ পুলিশের একটি ইউনিট।

পাঠকের মতামত: