ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে স্পীড়বোট ডুবে নারী নিখোঁজ

spi

ফাইল ছবি

শাহেদ মিজান, কক্সবাজার:

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে যাত্রীবাহি স্পীডবোট দূর্ঘটনায় এক মধ্যবয়সী নারী নিখোঁজ রয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার থেকে মহেশখালী যাবার কালে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের প্যারাবনের কাছাকাছি এলাকায় এ বোট ডুবির ঘটনা ঘটে। নিখোঁজের নাম মদনা খাতুন (৫৩)। তিনি উপজেলার বড় মহেশখালীর মৃত বাঁচা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার ৬ নম্বর ঘাট এলাকা থেকে ১১ যাত্রি নিয়ে ঐ নৌ-রুটে চলাচলকারি একটি স্পীড বোট মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়। নৌ-চ্যানেলের মহেশখালী প্যারাবন এলাকার কাছাকাছি গিয়ে বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে চলন্ত স্পীড বোটটি হঠাৎ উল্টে যায়। সাঁতার কেটে অন্যযাত্রিরা তীরের কাছাকাছি গেলেও যাত্রি মদনা খাতুন পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে অন্য বোট এসে বিপদাপন্ন যাত্রিদের উদ্ধার করে কূলে নিয়ে গেলেও বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মদনা খাতুনের খোঁজ মেলেনি।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে নিখোঁজকে উদ্ধারে সংশ্লিষ্টদের সাথে পুলিশও তৎপরতা চালাচ্ছে।

পাঠকের মতামত: