সরওয়ার কামাল, মহেশখালী :: কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে মৌলভী জিয়াউর রহমান (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তাজিয়াকাটা গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তাজিয়াকাটা সুমাইয়া (রা.) দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন স্ত্রী রহিমা বেগমও। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনিও ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয়রা জানায়, তাজিয়াকাটা এলাকার স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দাখিল মাদ্রাসা এলাকায় দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। এ সময় মাদ্রাসা শিক্ষক জিয়াউর রহমানকে দা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। পরে খবর পেয়ে তার স্ত্রী সেখানে গেলে আহত হন তিনি। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় জিয়াউর রহমানের। স্ত্রী রহিমা বেগমকে আহতবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিসকরা। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজনের হামলায় একজন নিহত হয়েছে।
পাঠকের মতামত: