ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মগনামার বকতেয়ার কামাল চৌধুরী আর নেই

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: পেকুয়ার মগনামার জমিদার পরিবারের সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী বকতেয়ার কামাল চৌধুরী (৮০) আর নেই। বর্তমানে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ের বাসিন্দা বকতেয়ার কামাল চৌধুরীেআজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। বিষয়টি মরহুমের ঘনিষ্ঠজন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক নিশ্চিত করেছেন।

বকতেয়ার কামাল চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার একমাত্র পুত্র সাবেক ব্যাংকার ও বর্তমান গার্মেন্টস ব্যবসায়ী তানভীর ইকবাল চৌধুরী ঢাকার গুলশানে বসবাস করেন। একমাত্র কন্যা বর্তমানে স্বামী সহ আমেরিকা প্রবাসী। সোমবার ২৪ আগস্ট জোহরের নামাজের গুলশান আজাদ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পেকুয়ার মগনামায় দ্বিতীয় দফায় মরহুমের নামাজে জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে।

পাঠকের মতামত: