ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

‘বেশি বয়সে গর্ভবতী মায়েদের সন্তান বুদ্ধিমান হয়’

image-65112-1487396460যত কম বয়সে মেয়েরা মা হবে, ততই ভালো- আগে এমন ধারণাই প্রচলিত ছিল। কিন্তু এবার গবেষণায় পাওয়া গেল গর্ভধারণ নিয়ে নতুন তথ্য। সম্প্রতি গবেষণা বলছে, বেশি বয়সে গর্ভবতী মায়েদের সন্তানরাই বেশি বুদ্ধিমান হয়।

আগে বলা হত, কম বয়সে মা হলে তাতে সন্তান একদিকে যেমন স্বাস্থ্যবান হয়, তেমনই বুদ্ধিমানও হয়। এক্ষেত্রে মেয়েদের গর্ভধারণের জন্য আদর্শ সময় ধরা হতো ২৫ থেকে ২৯ বছর পর্যন্ত। কিন্তু নতুন গবেষণা বলছে, এর পুরো উল্টো কথা।

লন্ডন স্কুল অফ ইকোনমিকসের গবেষণা বলছে, মেয়েদের গর্ভধারণের জন্য এখন আদর্শ সময় ৩২ থেকে ৩৯ বছর।

এর পিছনে কারণও ব্যাখ্যা করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, বেশি বয়সে যারা মা হচ্ছেন, তুলনামূলকভাবে তাদের মধ্যে শিক্ষার হার বেশি, কর্মজীবনে তারা স্থিতিশীল এবং সেইসঙ্গে ধূমপানের হারও অনেক কম। গর্ভাবস্থায় এর সবেরই প্রভাব পড়ছে সন্তানের উপর। যার ফলে ৩০ বছরের পর যেসব মহিলারা গর্ভধারণ করেছেন ও সন্তানের জন্ম দিয়েছেন, তাদের সন্তান অনেক বেশি বুদ্ধিমান।

কাজেই নিঃসন্দেহে যেসব মহিলারা ক্যারিয়ারকে একটু গুছিয়ে নিয়ে ৩৫ বছরে মা হতে চান, তাদের কাছে এই গবেষণা সুসংবাদই বটে।

পাঠকের মতামত: