ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বিয়ে না করেই ছেলের মা!

নিউজ ডেস্ক ::   সন্তানের মা হওয়ার জন্য বিয়ে করতে হয়? বলিউডের অনেকেই প্রমাণ করে দিয়েছেন, হয় না। বিয়ে না করেও সন্তানের বাবা হয়েছেন তুষার কাপুর, করণ জোহরের মতো তারকারা। এবার মা হলেন হিন্দি সিরিয়াল জগতের রানি একতা কাপুর (৪২)। গত ২৭ জানুয়ারি সারোগেসি পদ্ধতিতে প্রথম পুত্র সন্তানের মা হলেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে রবি কাপুর। অনেক দিন ধরেই মা হওয়ার আকাঙ্ক্ষার কথা বলছিলেন একতা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মা হতে চান তিনি, তবে বিয়ে করতে চান না। কারণ বিয়ে করার সময় নেই তাঁর। বিয়ে করার থেকে স্পা করতে যাওয়া তাঁর কাছে বেশি জরুরি।

ছেলে তুষার কাপুরের সন্তান জন্মের পর দাদা হয়েছিলেন বলিউডের বরেণ্য অভিনেতা জীতেন্দ্র কাপুর। মেয়ে একতার সন্তান জন্মের মধ্য দিয়ে নানা হলেন তিনি। একতার বিশ্বাস, তাঁর ছেলে দেখতে একদম নানার মতো হয়েছে। মিড-ডে পত্রিকাকে জীতেন্দ্র বলেছেন, তাঁর পরিবার এবার পূর্ণতা পেল। তিনি বলেন, ‘শোভা (স্ত্রী শোভা কাপুর) আর আমি খবরটি শুনে অনেক খুশি হয়েছি। নাতিকে দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে ছিলাম। বাড়ির সবাই বলছে, রবি নাকি দেখতে আমার মতোই হয়েছে। যদিও বাচ্চাদের চেহারা ক্রমেই বদলায়। বড় হওয়ার পর কার মতো হবে কে জানে! এখন লক্ষ্মা আর রবিই আমার দুই চোখের মণি। আমার সন্তানদের সন্তান হয়েছে, এবার আমি শান্তিতে মরতেও পারব।’

২০১৬ সালে সারোগেসি পদ্ধতিতে সন্তানের বাবা হন বলিউড তারকা তুষার কাপুর। এবার হলেন একতা কাপুর। দুজনের কেউই বিয়ে করেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে জিতেন্দ্র বলেন, ‘কেউ একা থাকুক বা বিয়ে করুক, আসল কথা সুখে থাকা। তুষার ও একতার ক্ষেত্রেও বিষয়টি তা-ই। তবে সন্তান হচ্ছে আশীর্বাদের মতো। এ এক বিরাট দায়িত্ব। ভালোবাসা দিয়ে একটি সন্তানকে বড় করে তোলা একটি আনন্দময় দায়িত্ব।’

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান জন্মের খবর প্রকাশ করেন একতা। তিনি লিখেছেন, ‘মা হতে পেরে আমি যে কত খুশি হয়েছি, সেটা বলে বোঝাতে পারব না। জীবনে অনেক সাফল্যের প্রত্যক্ষদর্শী হয়েছি। কিন্তু এই ছোট্ট শিশুটি আমার জীবনে যে আনন্দ নিয়ে এল, তার তুলনা হয় না।’

কেবল অবিবাহিতরাই নয়, সারোগেসি পদ্ধতিতে বাবা হয়েছেন বলিউডের অনেক বিবাহিত দম্পতিও। তাঁদের মধ্যে অন্যতম শাহরুখ খান, আমির খান, সানি লিওনি৷ হিন্দুস্তান টাইমস

পাঠকের মতামত: