ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

বিমানে ৩০৫ যাত্রী, পাইলট দিলেন নাক ডাকা ঘুম

pilotঅনলাইন ডেস্ক :

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান ৩০৫ যাত্রী নিয়ে আকাশে উড্ডয়নের পর তার পাইলট বিজনেস ক্লাসে আড়াই ঘণ্টা ঘুমিয়ে কাটিয়েছেন!

এ সময় বিমান চালকের আসনে ছিলেন একজন শিক্ষানবিস পাইলট। এতে যাত্রীদের জীবনের ঝুঁকি তৈরি হয়। তবে কোনো অঘটন ছাড়াই গন্তব্যে পৌঁছে বিমানটি।

এ ঘটনা জানাজানির পর ওই পাইলটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। খবর ডন ও এনডিটিভির।

একজন যাত্রী বিষয়টি লক্ষ্য করে ছবি তোলেন এবং একজন বিমানটির সিনিয়র ক্রু মেম্বারসহ পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রিপোর্টে বলা হয়, বিমান টেক অফ করার পরেই শিক্ষানবিশ পাইলট মোহাম্মদ আসাদ আলির কাছে দায়িত্ব হস্তান্তর করে এসে বিজনেস ক্লাসে এসে ঘুমিয়ে পড়েন প্রধান পাইলট আমির আখতার হাশমি।

পাইলটের এ ‘রোমাঞ্চকর ঘুম’ অ্যাডভেঞ্চারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এয়ারলাইনস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট হাশমির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ইচ্ছুক ছিল না কর্তৃপক্ষ। কিন্তু সমালোচনার মুখে ও ঊর্ধ্বতন চাপে বাধ্য হয়ে তাকে সরিয়ে নেয়া হয়।

পাঠকের মতামত: