ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

বি.চৌধুরী মান্নান মাহীকে বিকল্প ধারা থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ :
সাবেক রাষ্ট্রপতি ও দলের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে দল থেকে বহিষ্কার করে বিকল্প ধারা বাংলাদেশের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে সংবাদ সম্মলনে এ ঘোষণা দেয়া হয়। এ সময় অধ্যাপক ড. নুরুল আমিন বেপারীকে প্রেসিডেন্ট, অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদলকে মহাসচিব ঘোষণা করা হয়।

নুরুল আমিন ব্যাপারী বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনু্যায়ী বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেয়া হলো।’

শাহ আহম্মেদ বাদল বলেন, ‘প্রেস ক্লাবে আমাদের হল বুকিং দেয়া থাকলেও হঠাৎ তা বাতিল করে দেয়া হয়। তাই আজকে এখানে (প্রেস ক্লাব চত্বরে) ঘোষণা দিতে হচ্ছে।’

তিনি বলেন, ‘বি চৌধুরী অত্যন্ত ভালো মানুষ। কিন্ত তার ছেলে মাহী বি চৌধুরীর কূটচালে তিনি শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেননি।’

জামায়াত প্রশ্নে বি চৌধুরীর জাতীয় ঐক্যফ্রন্টে যাননি আপনারা কী করবেন এমন প্রশ্নের জবাবে নুরুল আমিন বলেন, ‘আমাদের দলের কেউ জামায়াতকে সমর্থন করে না। এগুলো মাহী বি চৌধুরীর কূটচাল।’

তিনি বলেন, ‘আজকে মেজর মান্নানের দুর্নীতির খবর বের হয়েছে। কোনো দুর্নীতিবাজ বিকল্প ধারায় থাকতে পারে না।’তারা জাতীয় ঐক্যফ্রন্টে যাবে বলেও জানান নুরুল আমিন ব্যাপারী।

গত সপ্তাহে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সহ-সভাপতির পদ থেকে শাহ আহম্মেদ বাদলকে বহিষ্কার করা হয়।

পাঠকের মতামত: