ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের নারীদেরকে আর বিয়ে করবে না সৌদি পুরুষরা

?????????? নিউজ ডেস্ক:

বাংলাদেশের নারীদেরকে আর বিয়ে করবে না সৌদি পুরুষরা, সাথে রয়েছে পাকিস্তান, চাদ ও মিয়ানমারের নারীরাও। সম্প্রতি, বাংলাদেশ, পাকিস্তান, চাদ ও মিয়ানমারের প্রবাসী নারীদের বিয়ে করতে সৌদি আরবের পুরুষদের নিষেধ করা হয়েছে।

মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কোরাইশির বরাত দিয়ে মক্কা ডেইলির এক খবরে এ কথা বলা হয়েছে। সৌদি পুরুষদের বিদেশী নাগরিকদের বিয়ে করা থেকে বিরত রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, সৌদি নাগরিক যারা এখনও বিদেশীদের বিয়ে করতে চান, তাদের প্রথমে সরকারের সম্মতি নিতে হবে। সরকারি যথাযথ চ্যানেলের মাধ্যমে বিয়ে করার জন্য একটি আবেদন জমা দিতে হবে।

পত্রিকাটির খবরে বলা হয়, বিদেশীদের বিয়ে করতে হলে নানা আনুষ্ঠানিকতার জন্য সরকারের অনুমতি নিতে হয়। এখন সৌদি নাগরিকদের বিদেশীদের বিয়েতে কঠোর নিয়ম-কানুনের মুখোমুখি হতে হবে।

পাঠকের মতামত: