ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের আকাশসীমায় মিয়ানমারের হেলিকপ্টার, ঢাকার প্রতিবাদ

মগmyanmar-rohingyaদের দেয়া আগুনে সীমান্তের ওপারে জলছে মুসলমানদের বসতবাড়ী।

বিবিসি বাংলা :

মিয়ানমার বাংলাদেশের আকাশসীমা লংঘন করেছে এমন অভিযোগ করে বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে আজ ঢাকায় মিয়ানমার দূতাবাসে এ নিয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ।
গত ২৭ ও ২৮শে অগাস্ট এবং আজ ১লা সেপ্টেম্বর মিয়ানমারের হেলিকপ্টার বেশ কয়েকবার আকাশসীমা লংঘন করে বাংলাদেশের সীমানায় চলে আসে বলে এতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, কেবল আজকেই উখিয়ার কাছে তিনবার মিয়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লংঘন করে।
বাংলাদেশ বলেছে, এসব ঘটনা বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে সুপ্রতিবেশিসুলভ সম্পর্ক, তার পরিপন্থী।
বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে সেকথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যদি এরকম আকাশসীমা লংঘনের ঘটনা ঘটতে থাকে, তা দুদেশের বোঝাপড়া এবং সহযোগিতার সম্পর্ককে ক্ষুন্ন করবে।
ভবিষ্যতে এ ধরণের ঘটনা বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে।

পাঠকের মতামত: