ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশি পোর্টালের বিরূদ্ধে মামলা করলেন মধুমিতা

বিডিনিউজ : Madhumita-ed
টালিগঞ্জের অভিনেত্রী মধুমিতা চক্রবর্তীকে নিয়ে মিথ্যা ও বিকৃত সংবাদ উপস্থাপন করার অভিযোগ উঠেছে বাংলাদেশের বেশ কিছু অনলাইন পত্রিকার উপর। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলকাতার লালবাজার থানায় সাইবার আইনে মামলা করেছেন মধুমিতা ও তার স্বামী সৌরভ চক্রবর্তী। ‘বোঝে না সে বোঝে না’ টিভি সিরিজের অভিনেত্রী মধুমিতাকে ‘পাখি’ নামেই বেশি চেনেন দর্শক। ১৪ আগস্ট তাকে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে বাংলাদেশের কিছু অনলাইন গণমাধ্যম। সে সব খবরে বলা হয়, গোয়াতে দেহব্যবসার অভিযোগে প্রেপ্তার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। ওইসব খবরে মধুমিতার বিকৃত কিছু ছবিও সংযুক্ত করে দেয়া হয়। এসব সংবাদে তথ্যসূত্র হিসেবে একটি ভারতীয় সংবাদপত্রের নামও উল্লেখ করা হয়। যদিও সেই তারিখে ওই সংবাদপত্রে এমন কোনো খবর প্রকাশ প্রকাশিত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। এরইমধ্যে থানায় অভিযোগপত্র জমা দিয়েছেন মধুমিতা ও তার স্বামী। তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সাইবার বিভাগে দায়ের করা এ মামলার ভিত্তিতে আইপি নাম্বার ধরে তদন্ত শুরু করে দিয়েছে সেখানকার আইন-শৃঙাখলা রক্ষাকারী বাহিনী। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কলকাতা পুলিশ সরাসরি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না তবে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে বাংলদেশি পুলিশকে অবহিত করা হবে বলে জানিয়েছে লালবাজার থানা। এ ধরনের মিথ্যা খবরে ভীষণভাবে মর্মাহত হয়েছেন মধুমিতা।
তিনি বলেন, “প্রথমে আমরা বিষয়টিকে পাত্তা দিইনি, যেহেতু একেবারেই অখ্যাত কিছু পোর্টাল এই খবর ছেপেছে। আস্তে আস্তে আমার সহকর্মীরা আমাকে কল দিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া শুরু করলো। এরপর যখন অন্য পোর্টালগুলোও এই ভুয়া খবর ছাপা শুরু করলো, তখন পুলিশকে জানানোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিলাম।” এর আগে বাংলাদেশের আরেকটি অনলাইন পোর্টালে বলা হয়েছিলো যে, বাংলাদেশের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মধুমিতা। সে খবরটিও সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন সৌরেভ ও মধুমিতা। এব্যাপারে সৌরভ বলেন, “পুলিশ ঘটনাটিকে গুরুত্বে সঙ্গে দেখছে এবং আশ্বাস দিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার। যারা এই ভুয়া খবর ও বিকৃত ছবি ছেপেছে, তাদের তালিকা পুলিশ নিয়েছে।”

পাঠকের মতামত: