ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ বেতারের ডিজির টেকনাফ রেডিও ষ্টেশন পরিদর্শন

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) নারায়ণ চন্দ্র শীল টেকনাফের কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম স্টেশন পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এছাড়া তিনি ইউনিসেফের সহযোগীতায় বালুখালী, জামতলী, লেদা ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে রেডিও সেট বিতরণ করেছেন।

জানা যায়, ২৬ ফেব্র্রুয়ারী বিকাল ৩টায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) নারায়ণ চন্দ্র শীলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার নুর মহলস্থ টেকনাফের কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম স্টেশন পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ বেতারের উপ-মহা পরিচালক (অনুষ্ঠান) সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র প্রকৌশলী (গবেষণা ও গ্রহণ কেন্দ্র) আবু তবির মোঃ জিয়া হাসান, উপ-পরিচালক মোঃ সোহেল রানা ও সংগীত সংকলক মোঃ নজরুল ইসলাম, কক্সবাজার বেতারের কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

শুরুতে রেডিও নাফের স্টাফ ও স্বেচ্ছাসেবকদের সাথে পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন ও অনুষ্ঠান প্রযোজক হারুন রশিদ। পরে অতিথিরা সচেতনতামূলক প্রতিষ্ঠান রেডিও নাফের স্টুডিও ঘুরে দেখে রেডিও নাফের কলাকুশলী, স্টাফ ও স্বেচ্ছাসেবকদের তৈরী করা শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান সুখী সংসার, প্রতিবন্ধী, দলিত, কৃষি, বাল্য বিবাহ, বহু বিবাহ, মাদক, মানব পাচার, ইংরেজী শিক্ষার অনুষ্ঠান, আবহাওয়া, জেলেসহ কয়েকটি প্রোগ্রাম ও প্রান্তিক জনগোষ্ঠীর কন্ঠ ইত্যাদি কার্য্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

পাঠকের মতামত: