ঢাকা :: বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০১৯’ এর সমাপনী অনুষ্ঠান আজ বুধবার (০৬-১১-২০১৯) চট্ট্রগ্রামের বনৌজা ঈসাখান ঘাঁটিস্থ আঞ্চলিক টেনিস ও স্কোয়াশ কমপেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে ও বানৌজা ঈসা খান এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। পাঁচটি দলের মধ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সমাপনী দিনে টেনিস দ্বৈতে কমান্ডার এস এম মেজবাহ উদ্দিন ও কমান্ডার ইমতিয়াজ উদ্দিন মোঃ সাব্বির জুটি রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান ও কমান্ডার এম আনিসুর রহমান জুটিকে (৬-৪), (৬-১) ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এদিকে, টেনিস এককে ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার চ্যাম্পিয়ন ও লেফটেন্যান্ট কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার আপ হন। এছাড়া, ভেটারেন টেনিসের দ্বৈত খেলায় রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান ও ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার জুটি কমডোর এম বেনজির মাহমুদ ও ক্যাপ্টেন আব্দুল লতিফ জুটিকে (৬-২) ব্যবধানে পরাজিত করেন। অপরদিকে, স্কোয়াশ প্রতিযোগিতায় কমডোর এম জামিল হোসেন চ্যাম্পিয়ন ও ক্যাপ্টেন এম এম রহমান রানারআপ হন।
চুড়ান্ত ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের উধর্¡তন কর্মকর্তাগণ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
পাঠকের মতামত: