ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি ::  বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ১৪ এপ্রিল সকাল ৬.৩০ মিনিটে শহিদ দৌলত ময়দানে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ।

সকাল ৮ টায় মঙ্গল শোভাযাত্রা, ৮:৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৯টায় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা, পরে সুবিধাজনক সময়ে শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান,/জেলা কারাগারে কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক প্রদশর্নী এবং কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদির প্রদশর্নী, হাসপাতাল, জেলা কারাগার, ও সরকারি শিশু পরিবারে বাঙ্গালী খাবার/ ইফতার পরিবেশন এবং জেলা শিশু একাডেমি, শিল্প কলা একাডেমি ও জেলা সরকারি গণগ্রন্থাগারে নববর্ষ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা/ আবৃত্তি / ও চিত্রাংকন আয়োজন থাকছে।

পাঠকের মতামত: