ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বাঁশখালীতে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (১০ মে) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার বৈলগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায় নি।

জানা গেছে, চকরিয়াগামী অটোরিক্সার সঙ্গে চট্টগ্রামগামী সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় অটোরিক্সাচালকসহ আরও দুইযাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী।

পাঠকের মতামত: