ঢাকা,শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

এম.মনছুর আলম, চকরিয়া  ::  সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চকরিয়া উপজেলার বিএমচরের অন্যতম শিক্ষা প্রতিষ্টান বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা মধ্যে দিয়ে শেষ হয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন।

মঙ্গলবার (১৩সেপ্টেস্বর) সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের ক্যাম্পাসে একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে ২টি বুথের মধ্যে ভোটারেরা তাদের পচন্দনীয় প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। এইদিন নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাহাত উজ জামান।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, এম জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান বদিউল আলম, সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ, সাংবাদিক মনছুর আলম রানাসহ স্থানীয় বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

জানাগেছে, বিদ্যালয়ের অনুষ্ঠিতব্য নির্বাচনে ৫টি অভিভাবক পদের বিপরীতে ভোটযুদ্ধে লড়ছেন ১০জন প্রার্থী। তৎমধ্যে নারী অভিভাবক প্রতিনিধি পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও বিদ্যালয়ের দাতা ও শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মোট অভিভাবক ভোটার রয়েছে ৯৪২জন।

অপরদিকে, বিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিদ্যালয়ের ১২জন শিক্ষক ভোটার রয়েছেন। অভিভাবক পদে একজন ভোটার চারজন প্রার্থীকে ভোট দিয়েছে। তার পাশাপাশি ভোটারেরা একজন নারী সদস্য অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করেন। অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯৪২ ভোটের মধ্যে কাষ্টিং ভোট হয়েছে ৬২৫ ভোট।

দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, তফসিল ঘোষনার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠাতা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন প্রতিষ্ঠাতা ক্যাটাগরীতে মাস্টার মোহাম্মদ হোছাইন, দাতা ক্যাটাগরীতে এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, শিক্ষক প্রতিনিধি পদে মাস্টার মাহবুবুল ইসলাম, মাস্টার রফিক উদ্দিন ও নারী শিক্ষক প্রতিনিধি পদে মাস্টার জোসনা আরা বেগম নির্বাচিত হয়েছেন।

তিনি আরো বলেন, অনুষ্টিতব্য নির্বাচনে অভিভাবক সদস্য পদে যেসব প্রতিনিধি নির্বাচিত হয়েছে তারা হলেন, আমজাদ হোছাইন (প্রাপ্তভোট-৩৪৬), মুহাম্মদ শাহাব উদ্দিন (প্রাপ্তভোট-২৮৪), শাহজাহান মনির (প্রাপ্তভোট-২৮০), আক্তার হোছাইন (প্রাপ্তভোট-২৭৯) পেয়ে নির্বাচিত হয়েছেন।এছাড়াও নারী অভিভাবক সদস্য পদে উম্মে নাজমুন পারুল (প্রাপ্তভোট-৩১৫) পেয়ে নির্বাচিত হন। ভোট গ্রহনের পর নির্বাচিত ৫ জন অভিভাবকসহ কমিটির সদস্য হবেন মোট ১২জন। নির্বাচিত কমিটির প্রথম সভায় সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পরিচালনা কমিটির সভাপতি।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) মেসবাহ বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

পাঠকের মতামত: