ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

বন্য হাতির আক্রমণে নিহত ২ পরিবারকে সরকারী অনুদান

আইরিন সোলতানা রুমি, চকরিয়া:
চকরিয়া উপজেলায় চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতী রেঞ্জ কার্যালয়ের আওতাধীন হারবাং ইউনিয়নে বন্য হাতির আক্রমণে নিহত ২ ব্যক্তির পরিবারের মাঝে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

আজ ১৪ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে এ চেক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চুনতি রেঞ্জ কর্মকর্তা নুর উর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানান, বন্য প্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালা ২০১০ অনুযায়ী নিহত দুই জন ব্যাক্তির স্বজনদের কাছে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা সরকারিভাবে এ চেক হন্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

পাঠকের মতামত: