ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের কাউন্সিলর একরাম নিহত

শাহেদ মিজান, কক্সবাজার :

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও পৌর যুবলীগের আহবায়ক একরাম কমিশনার নিহত। শনিবার দিবাগত রাত ১টায় টেকনাফের মেরিন ড্রাইভ রোডের মিঠাপানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত একরামুল হক  টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।

র‍্যাবের কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজারের টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে “স্বরাষ্ট্রমন্ত্রণালয়” ও “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে”র তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইয়াবার শীর্ষ গডফাদার, টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ একরামুল হক কমিশনার (৪৬) এর গুলিবিদ্ধ দেহ ও ১০,০০০ (দশ হাজার) ইয়াবা, ০১ টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ০৬ রাউন্ড গুলি ও ০৫ টি খালি খোসা উদ্ধার করে র‍্যাব। । তার বিরুদ্ধে মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।

টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া জানান, টেকনাফ থানা পুলিশ একরামের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে দুটি রিভলবার ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত: