ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

সম্পাদকের উপর হামলা, মারধর 

বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম  নিয়ে বিরোধ

সমিতির মালিকানাধীন ১১টি মৎস্যকন্যার প্রকল্প নিলাম নিয়ে বিরোধের জেরে চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক মঈন উদ্দিনকে মারধর করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল চারটার দিকে কক্সবাজার জেলা সমবায় কার্যালয়ের সামনে সমিতির কতিপয় নেতারা উত্তেজিত হয়ে এ হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন আহত মঈন উদ্দিন।
হামলার শিকার সমিতির সম্পাদক মো. মঈন উদ্দিন দাবি করেন- প্রতি বছরের ন্যায় সমিতির অধিভুক্ত প্রায় ১০০০ একর আয়তনের ১১টি চিংড়ি ও মিঠা পানির মৎস্য প্রকল্পের নিলাম দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেন সম্পাদক মঈন উদ্দিন। নিলাম প্রক্রিয়া বন্ধ করার জন্য পায়তারা করেন সভাপতি দেলোয়ার হোসেন। ঘোষিত সময়ের মধ্যে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সহযোগিতার চেয়ে বুধবার বিকেলে জেলা সমবায় কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হন সম্পাদক মঈন উদ্দিন। একই সময়ে জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি কামাল উদ্দিন বাবুল ও পরিচালক জিয়া উদ্দিন জিয়াকে দেখতে পান।
এ সময় সম্পাদক মঈন উদ্দিন নির্দিষ্ট সময় অনুযায়ী নিলাম কার্যক্রম সম্পন্ন করতে জেলা সমবায় কর্মকর্তাকে অনুরোধ করেন। এসময়  সম্পাদকের অনুরোধের বিষয়টির বিরুদ্ধে অবস্থান নেন সভাপতিসহ তাঁর নিয়ন্ত্রণে থাকা সহ-সভাপতি কামাল উদ্দিন বাবুল ও পরিচালক জিয়া উদ্দিন। পরে সমবায় কার্যালয়ের বাইরে এসে তাঁরা সম্পাদক মঈন উদ্দিনের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হন। এসময় একপর্যায়ে সমিতির সভাপতির ইন্ধনে সহ-সভাপতি কুতুব উদ্দিন বাবুল ও পরিচালক জিয়া উদ্দিন উত্তেজিত হয়ে সম্পাদক মঈন উদ্দিনের উপর হামলা চালিয়ে তাঁকে
শারিরিকভাবে মারধর করেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বদরখালী  সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিঁনি সাংবাদিকদের কাছে বলেন- তুচ্ছ বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। এতে একুট হাতাহাতি হলেও সম্পাদকের গায়ে কেউ হাত তুলেনি।

পাঠকের মতামত: