ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

বজ্রপাতে কুতুবদিয়ার জেলে নিহত

bojrমুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কুতুবদিয়ার এক জেলে নিহত হয়েছে।আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে সাগরের কুতুবদিয়ার মোহনায় বজ্রপাতের ঘটনায় ওই জেলে নিহত হওয়ার ঘটেছে।  নিহত জেলের নাম জয়রাম জলদাশ (৩২)। তিনি কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের জেলে পাড়া গ্রামের নিমাই জলদাশের পুত্র। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
নিহত জেলের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কুতুবদিয়াস্থ সাগরেরর মোহনায় জয়রাম জলদাশসহ কয়েকজন জেলে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। ভোরে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় একটি বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।
কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস বজ্রপাতে এক জেলে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

পাঠকের মতামত: