ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গমাতায় সদরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি ::  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) এর জেলা পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় কুতুবদিয়া উপজেলা দল কক্সবাজার সদর উপজেলার দলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। কক্সবাজার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শুক্রবার ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত খেলায় কুতুবদিয়া উপজেলা দল এই বিজয় অর্জন করে। কুতুবদিয়া উপজেলা দল আগামী ২৩ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে বিজয়ী মহেশখালী উপজেলা দলের সাথে ফাইনালে খেলবে।
ফাইনাল খেলায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির সিবিএন-কে নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

পাঠকের মতামত: